বর্তমানে প্রিন্টিং প্রেসক্রিপশন জনপ্রিয় হচ্ছে। প্রিন্টেড প্রেসক্রিপশন ডাক্তারের ইমেজ যেমন বাড়ায়, রোগীর ওষুধ বুঝতেও সুবিধা হয়। প্রেসক্রিপশন লেখার জন্য বাজারে বহু সফটওয়্যার আছে। প্রথমে আপনাকে বিবেচনা করতে হবে আপনার কাজের জন্য উপযুক্ত কোনটি। এমবিবিএস, চক্ষু বিশেষজ্ঞ, হলে আপনার একধরণের সফটওয়্যার লাগবে আবার ডেন্টিস্ট হলে ভিন্ন ধরণের।
অফলাইন সফটওয়্যারের বড় সুবিধা ডেটা কন্ট্রোল সম্পূর্ণ আপনার কাছে থাকে। যেহেতু ডেটাবেজ পিসিতে জমা হয়, তাই আপনার রোগীর তথ্য আপনার কাছে নিরাপদ থাকছে। অফলাইন প্রেসক্রিপশন সফটওয়্যারের আরেকটি বড় সুবিধা পিসি অন করলেই মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেলের মত সফটওয়্যারর ওপেন করতে পারছেন। তাছাড়া অফলাইন সফটওয়্যারগুলোর স্পিড ও স্টেবিলিটি বেশি ভাল হয়।
ফ্রি সফটওয়্যার ব্যবহার করব নাকি প্রিমিয়াম?
ফ্রি সফটওয়্যার আসলে প্রফেশনাল কাজের জন্য ভাল হবেনা। যেহেতু পেশাগত কাজে ব্যবহার করছেন তাই সফটওয়্যার হওয়া উচিত পেশাদার। যোকোন সমস্যায় যাতে আপনি টেকনিক্যাল সমাধান পান।
প্রেসক্রিপশন সফটওয়্যার এর মূল বৈশিষ্ট্যঃ
⦁ বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে ডেভেলপ করা হয়েছে
⦁ হাতে না লিখে মাএ ২০-৩০ সেকেন্ডে প্রেসক্রিপশন করা যাবে
⦁ ডাটা সংরক্ষিত থাকে এবং ডাক্তার প্রয়োজন অনুযায়ী খুলে দেখতে এবং প্রিন্ট দিতে পারবেন।
⦁ প্রেসক্রিপশন হারিয়ে যাওয়া বা ছিড়ে যাওয়ার ভয় থাকে না
⦁ ঝামেলামুক্ত বাংলা-ইংরেজি একসাথে লিখার সুবিধা
⦁ জেনেরিক নাম ও বৃত্তান্ত সহ ঔষধের ডাটাবেজ
⦁ বড় হরফে ঔষধের ব্যান্ড নামের পাশাপাশি জেনেরিক নামও দেওয়া যায়।
⦁ স্বল্পমূল্যে আন্তর্জাতিক মানের EMR সফটওয়্যার
উপরোক্ত এই মডিউল গুলো ছাড়াও কাস্টমার চাইলে নিজের মত করে কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে।
আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ www.extreme.com.bd
সরাসরি কথা বলতে ডায়াল করুনঃ 031-712114, 01613-987363, 01680-794707