প্রযুক্তির সহায়তায় ব্যবসাকে আরো সমৃদ্ধ করুন

  • 2018

    25

    Apr

    প্রযুক্তির সহায়তায় ব্যবসাকে আরো সমৃদ্ধ করুন

    Posted by:  in  Branding & Identity  at 
    প্রযুক্তির সহায়তায় ব্যবসাকে আরো সমৃদ্ধ করুন

    এক্সট্রিম সলিউশন্স চট্টগ্রামে মাইক্রোসফট ক্লাউড সলিউশন্স প্রোভাইডার। ব্যাবসায়িক হিসাব রক্ষণ থেকে শুরু করে উৎপাদন ভিত্তিক প্রতিষ্ঠান এমনকি চিকিৎসাক্ষেত্রেও প্রযুক্তিগত সহায়তায় আমাদের ১০ টির ও বেশি তৈরি সফটওয়্যার বিদ্যমান। নিচে সফটওয়্যার গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। উল্লেখযোগ্য সফটওয়্যার গুলো হচ্ছেঃ 
     

    1. ই আর পি (প্লাস্টিক ইন্ডাস্ট্রি, ফুড ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি) 
    2. পয়েন্ট অফ সেলস (সাধারণ দোকান থেকে শুরু করে ট্রেডিং কোম্পানী পর্যন্ত), 
    3. জেনারেল অ্যাকাউন্টিং সফটওয়্যার
    4. পরিবহণ টিকেটিং সফটওয়্যার
    5. কাস্টমার রিলেশন ম্যানেজমেন্ট (আইটি ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ট্রাভেল এজেন্সী পর্যন্ত), 
    6. মানবসম্পদ ও বেতন ব্যবস্থাপনা সফটওয়্যার (HRM & Payroll)
    7. ডায়াগনস্টিক সেন্টার ব্যবস্থাপনা সফটওয়্যার (Lab Management Software)
    8. প্রেসক্রিপশন রাইটিং সফটওয়্যার (১০+ ফরম্যাট)।
     

     

    অ্যাকাউন্টিং সফটওয়্যারঃ

     

    বিভিন্ন ধরনের ব্যবসার জন্য দৈনন্দিন ক্রয়-বিক্রয়ের রসিদ তৈরি করা যাবে অ্যাকাউন্টিং সফটওয়্যারে। এ ছাড়া কর্মচারী ব্যবস্থাপনা, মজুদ ব্যবস্থাপনা, লাভ-ক্ষতি, দেনা-পাওনার হিসাব রাখা যাবে সহজেই। যেসব প্রতিষ্ঠানের অনেক শাখা আছে, তারা সহজেই সামগ্রিকভাবে ব্যবসার সব দিক পরিচালনা করতে পারবে। জটিল কোনো হিসাব করতে গেলে অ্যাকাউন্টিংয়ের জ্ঞান জরুরি। কিন্তু হিসাবনিকাশ সফটওয়্যার দিয়ে সাধারণ যেকোনো কর্মী খুব সহজেই সব রকমের হিসাব করতে পারবে। বিভিন্ন কারখানা, ইন্টারনেট বা কেবল সংযোগ প্রদানকারী, ফ্যাশন হাউস, ডিপার্টমেন্টাল স্টোর, গাড়ি বিক্রেতা, ই-কমার্স, সংবাদপত্র, বিজ্ঞাপনী সংস্থা, প্রকাশনা সংস্থা, হাসপাতাল, ওষুধ প্রস্তুতকারক, বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠান এবং খুচরা ও পাইকারি বিক্রেতা সহজেই এ সফটওয়্যার ব্যবহার করতে পারবে। ক্লাউডের বাইরেও নিজস্ব ডাটা সেন্টার থেকেও যদি কেউ সফটওয়্যারটি ব্যবহার করতে চায়, সে ব্যবস্থাও রাখা হয়েছে।


    দোকান ব্যবস্থাপনা সফটওয়্যারঃ

     

    দোকান বা সুপার শপের কাজে পয়েন্ট অব সেলস (POS) সফটওয়্যার ব্যবহার হয়। এ ধরনের সফটওয়্যারে দোকানের জন্য রিসিভ করা বা কেনা পণ্য তালিকা আকারে সাজানো যায়। সেখানে যে দামে কেনা হয়েছে এবং যে দামে বিক্রি হবে, তা এন্ট্রি করতে হয়। প্রতিটি আইটেম কতগুলো করে আনা হয়েছে, তাও উল্লেখ করতে হয়। যখন বিক্রি করা হয়, তখন ওই আইটেমগুলো আর কতটি স্টকে আছে, তা স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে। এমনকি দিনে-সপ্তাহে-মাসে-বছরে কী কী পণ্য কতগুলো কী দামে বিক্রি হয়েছে, সব দেখা যাবে। কোন পণ্যে কত লাভ হয়েছে, মোট লাভ কত—তাও জানা যাবে এ সফটওয়্যারে। ওয়েবভিত্তিক সফটওয়্যারের বড় সুবিধা হলো—কেন্দ্রীয়ভাবে কোনো ফিচার বা সুবিধা সংযোজন হলে তা ওই সেবা ব্যবহারকারীরা সবাই পাবেন।

     


    ই আর পি সফটওয়্যারঃ

     

    ই.আর.পি এর পূর্ণরূপ এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং. এন্টারপ্রাইজ রিসোর্স প্লানিং হলো বিসনেস রিসোর্স প্লানিং সফটওয়্যার যা একটি অর্গানাইজেশন ব্যবহার করে তার বিভিন্ন কাজের মধ্যে সমন্নয় সাধন করে.প্রতিষ্ঠানের বিভিন্ন কাজ যেমন- একাউন্টিং, ফিন্যান্স , হিউমান রিসোর্স ম্যানেজমেন্ট, সেলস এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট. ই.আর.পি এসব কার্যাবলী প্রসেস অনুযায়ী সম্পাদন করে ও তাদের পরস্পরের মধ্যে সমন্নয় সাধন করে যাতে ভবিষ্যতে প্রতিষ্ঠানটি সহজেই যেকোনো তথ্য কম সময়ে পেতে পারে. এতে প্রতিষ্ঠানের পক্ষে যেকোনো সিদ্ধান্ত নেওয়া সহজ ও দ্রুত হয়। 

     

    কাস্টমার রিলেশনশীপ ম্যানেজমেন্টঃ
     

     এই সফটওয়্যারটির দ্বারা আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সকল তথ্য এবং অফিস স্টাফদের সকল এক্টিভিটিজ পর্যবেক্ষন সহকারে তাদের ও আপনার নিজের কাস্টমারদের এবং কাজের একটি ডাটাবেজ সংরক্ষন করতে পারবেন।

     

    সি আর এম সফটওয়্যারটির মাধ্যমে আপনি যেসব সুবিধাগুলি পাবেনঃ

     

    ১। আপনি আপনার কাস্টমার প্রোফাইল দেখতে পারবেন।

    ২। সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট সেলস করতে পারবেন।

    ৩। ডেইলি কালেকশন দেখতে পারবেন।

    ৪। প্রতিদিনের সেলস-কালেকশন ডে-বুক এর মাধমে দেখতে পারবেন।

    ৫। নতুন সেলস লিড তৈরী করতে পারবেন।

    ৬। আপনি জানতে পারবেন প্রতিদিন আপনার মার্কেটিং বা সেলস টিম কি কাজ করছে।

    ৭। এমপ্লয়ী ইনফরমেশন রাখতে পারবেন

    ৮। আপনি দেখতে পারবেন আপনার কোন ইউজার বা মার্কেটিং এর একটি নিদিষ্ট তারিখে কার সাথে এবং কোথায় মিটিং আছে। বা ওইদিন তার কি কি কাজ এসাইন করা আছে।

    ৯। ইউজার তার প্রতিদিনের কাজের সামারি রিপোর্ট এই সফটওয়্যারে সাবমিট করতে পারবে।
    ১০। ইউজার তার প্রতিদিনের মিটিং সিডিউল সফটওয়্যার এ সেভ করে রাখতে পারবে এবং সফটওয়্যার ওই নিদিষ্ট দিনে বা তার আগের দিনে তাকে রিমাইন্ড করে দিবে যে তার আজ বা আগামী দিনে কোথায় বা কার সাথে মিটিং আছে।

    ১১। এই সফটওয়্যার এর মাধ্যমে আপনি একজন ইউজারকে বিভিন্নভাবে কোন কাজ এসাইন করতে পারবেন।

    ১২। কোন Source থেকে আপনার কাস্টমার রা বেশি আসছে সেটা পর্যবেক্ষন করতে পারবেন।

    ১৩। আপনি জানতে পারবেন একজন ইউজার বা মার্কেটিং পারসন এর পারফরম্যান্স কেমন।

     

    আমাদের সফটওয়্যারটি যেকোন ধরণের ট্র্যাভেল এজেন্সি এবং আইটি কোম্পানিদের জন্য যথাযথ ভাবে ডেভেলপ করা হয়েছে।

     

    এই সফটওয়্যার টি অনলাইন বেইজড হওয়ার কারনে আপনি অফিসে, অফিসের বাইরে কিংবা দেশের বাইরে থেকেও সফটওয়্যার ইউজারদের কে পর্যবেক্ষন করতে পারবেন। যেহেতু সফটওয়্যারটি সম্পূর্ণ আমাদের তৈরী তাই আপনার চাহিদা অনুযায়ী আমরা এটি কাস্টমাইজ করে দিতে পারবো।

     

    মানবসম্পদ ও বেতন ব্যবস্থপনা সফটওয়্যার (XHRM & Payroll):
     

    সফটওয়্যারটি সম্পূর্ণ অনলাইন বেইজড। সফটওয়ারটির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সকল কর্মচারী এর ডাটাবেজ তৈরী করা যাবে। যেমন, প্রত্যেক কর্মচারী এর বাক্তিগত তথ্য, যোগাযোগের তথ্য, ব্যাংক একাউন্ট এর তথ্য ইত্যাদি রাখা যাবে। কর্মচারীদের ডিপার্টমেন্ট অনুযায়ী শ্রেণীবদ্ধ করা যাবে। আলাদা ভাবে এ্যাটেনডেন্স, ওভারটাইম ও ছুটির বিবরণ রাখা যাবে। বেতন কাঠামো প্রক্রিয়াকরণের জন্য কর্মচারীদের বিভিন্ন ডিপার্টমেন্ট এর একাধিক বেতন কাঠামো এর বিবরণ রাখা যাবে। 

     

    কর্মচারীদের ঋণ দেওয়া ও অগ্রিম বেতন দেওয়া এবং ঋণ ও অগ্রিম বেতন উসুলের জন্য একাধিক বিষয় নির্ধারণ (কর্মচারীর বেতন থেকে একক বা একাধিক কিস্তিতে জমা নেওয়া) এ সকল তথ্য রাখতে পারবেন। প্রভিডেন্ট ফান্ড ও কর্মচারী বীমা স্কিম বাস্তবায়ন এর তথ্য রাখতে পারবেন। নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী র্গ্যাচুইটি তথ্য রাখা যাবে। 

     

    XHRM & Payroll সফটওয়্যারটিতে কাস্টমাইজড সুবিধাও রয়েছে। ফলে ব্যাবহারকারীগণ তাদের নিজস্ব চাহিদা অনুযায়ী সফটওয়্যারটি পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে। সফটওয়্যারটির ফিচার সমূহঃ

     

    1. মাল্টি কোম্পানী ম্যানেজমেন্ট কম্পিলিট 
    2. হিউম্যান রিসোর্স ডিপার্ট্মেন্ট ম্যানেজমেন্ট
    3. সিকিউরড অ্যাডমিনিস্ট্রেটর এন্ড ইউজার প্যানেল 
    4. ওয়েব-বেসিড সেন্টালাইজড ক্লাউড সার্ভার সিস্টেম
    5. কম্পিটিবল উইথ স্মার্ট ডিভাইস/ মোবাইল বাউজার
    6. আনলিমিটেড ইউজার উইথ মাল্টি অথোরাইজেশন 
    7. টাইম-বেসিড মাল্টিপল ডাটা- এন্ট্রি ম্যানেজমেন্ট
    8. ট্রান্সজেকশন এসএমএস/ ইমেইল ইন্ট্রিগ্রেশন (অপশনাল )
    9.  সার্চিং এন্ড রিপোর্টিং ডাটা 
     

    প্রেসক্রিপশন রাইটিং সফটওয়্যারঃ

    সফটওয়্যার টি ব্যাবহার এর মাধ্যমে চিকিৎসককেরা প্রযুক্তির সহায়তা নিয়ে কম্পিউটারাইজড ডিজিটাল প্রেসক্রিপশন তৈরি করতে পারবেন। সফটওয়্যার ভিত্তিক ব্যাবস্থাপত্র তৈরির ফলে হাতের লেখা কে নিয়ে কেন্দ্র করা সমস্যার হাত থেকে মুক্তি পাবেন চিকিৎসকরা। সফটওয়্যারটির ফিচার সমূহ ঃ

    হাতে না লিখে মাত্র ৩০ সেকেন্ড এ প্রেসক্রিপশন করা যাবে
    ডাটা সংরক্ষিত থাকে এবং প্রয়োজন অনুযায়ী ডাক্তার তা এডিট বা প্রিন্ট ও করে নিতে পারবেন
    প্রেসক্রিপশন ডাক্তার এর ডাটাবেজ এই সংরক্ষিত থাকবে
    বাংলা ও ইংরেজিতে একসাথে লেখার সুবিধা
    ১৭৫০০ ঔষধের ডাটাবেজ (জেনেরিক নাম ও বৃত্তান্ত সহ)
    ১০ টির ও অধিক ফর্ম্যাট রয়েছে
     

    পরিবহন টিকেটিং সফটওয়্যার ঃ
     

    সফটওয়্যারটি সম্পূর্ণ অনলাইন বেইজড। সফটওয়্যারটি ব্যাবহারের সুবিধা ভোগ করবেন ওইসব পরিবহন কোম্পানী যাদের বিভিন্ন লোকেশনে কাউন্টার রয়েছে। আলাদা আলাদা লোকেশন এ থাকার কারনে টিকেট গননাতে ভোগান্তির সম্মুখীন হয় মালিকরা। দেখা যায় একই টিকেট আলাদা আলাদা কাউন্টার থেকে কয়েকবার বিক্রি হয়েছে। সফটওয়্যারটির ফিচার সমূহ হলঃ 
     
    টিকেট সেল, বুকিং এবং রিটার্ন
    ভেহিকেল বা বাস ম্যানেজমেন্ট
    শিডিউল ম্যানেজমেন্ট
    স্টাফ এবং ড্রাইভার প্রোফাইল
    নোটিশ সিস্টেম (গুরুত্বপূর্ন ঘোষণা)
    এছাড়া আরো অনেক
     

    ডায়াগনস্টিক সেন্টার হিসাবরক্ষন সফটওয়্যার ঃ
     

    সফটওয়্যার টি যেকোন ডায়াগনস্টিক সেন্টার এ ব্যাবহার উপযোগী। এটি অনলাইন ভিত্তিক সফটওয়্যার। সফটওয়্যারটি ব্যবহারের সুবিধার্থে মাসিক ১০০০ টাকা সাবস্ক্রিপশন ভিত্তিক সুবিধা রয়েছে আমাদের। টেস্ট ম্যানেজমেন্ট, রেফারাল ডকটরস এর হিসাব ম্যনেজমেন্ট, রিপোর্ট প্রিপারেশন, কাস্টমার ইনভয়েস, সেলস কালেকশন থেকে শুরু করে সম্পূর্ণ একাউন্টিং সুবিধা রয়েছে সফটওয়্যারটিতে। 
     

    সফটওয়্যার ডেভেলপমেন্ট এ আমাদের ব্যবহৃত প্রযুক্তি

    Extreme SAS Framework for ERP Templating
    Microsoft® Asp.net MVC 4.0 with HTML5 & CSS3 for front-end In ERP
    Microsoft® C# as back-end coding language
    Microsoft® SQL Server 2012 for Database
    Crystal Reports & Developer Express  for reporting
    JQuery & AngularJs for AJAX functionalities
     



     

     

     


Ping Back: RSS
Software company in Bangladesh Extreme Solutions
Business Address: 771 Sheikh Mujib Road, Agrabad, Chittagong, 4100, BD | Tel: +88 01680 794707 | Email: info@extreme.com.bd.
CCC Reg.# 22763, TIN No.151418107830 | Business hours are